'ভৌত' শব্দটির অর্থ হলো 'জড়বস্তু সংক্রান্ত'। আর যা পরিমাপ করা যায় তা-ই রাশি। ভৌত রাশি পদার্থ বিজ্ঞানের একটি অংশ। আমরা জানি যে পদার্থ বিজ্ঞানে বিভিন্ন জড়বস্তুর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। তাই পদার্থবিজ্ঞানে যেসব রাশি নিয়ে আলোচনা করা হয় সেগুলোকে ভৌত রাশি বলে। আর পদার্থ বিজ্ঞানে 'ভৌত' ইংরেজি PHYSICAL এবং রাশির ইংরেজি QUANTITY হওয়ায় ভৌত রাশিকে ইংরেজিতে PHYSICAL QUANTITY বলে। উপরের আলোচনা থেকে আমরা ভৌত রাশির সংজ্ঞায় আসতে পারিঃ
বস্তু ও বস্তুর উপাদান সম্পর্কিত যেকোনো পরিমেয় ধর্মকে ভৌত রাশি বলে।
এখানে একটি বিষয় লক্ষ্য করুন। সংজ্ঞায় বলা হয়েছে যে 'পরিমেয় ধর্ম'। অর্থাৎ আমরা যে বস্তুটি পরিমাপের চেষ্টা করব, তা ভৌত রাশি নয। সেই বস্তুটির পরিমাপযোগ্য ধর্ম হবে ভৌত রাশি। যেমন -
আমরা পানিকে পরিমাপ করতে পারি। তাহলে কি পানি ভৌত রাশি? না, পানি ভৌত রাশি নয়। কারণ আমরা পানিকে পরিমাপ করি না। পানির বিভিন্ন ধর্ম যেমন- আয়তন, ঘনত্ব, ভর ইত্যাদি পরিমাপ করি। অর্থাৎ পানির আয়তন, ঘনত্ব, ভর একেকটি ভৌত রাশি।