আমারা জানি বাংলাদেশে শতভাগ কর্মসংস্থান নেই। আমাদের দেশে অনেক লোক আছে দিন মজুর। বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যন্থপাতি আমাদানি হচ্ছে। যে যন্ত্রপাতির সাহায্যে ২০ জনের কাজ ১ জন দিয়ে করানো হচ্ছে। আমার প্রশ্ন হলো এভাবে চলতে থাকলে এক সময় সব কাজ মিশিন দিয়েই করানো হবে। তাহলে ঐ সময় দিন মজুররা কি করবে? তারা কি না খেয়ে মরবে? এজন্য সরকার কি কোনো পদক্ষেপ গ্রহন করবে?