করোনা ভাইরাস আজ গোটা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। সর্বপ্রথম এর সন্ধান পাওয়া যায় চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বর মাসে।এটি একটি ছোয়াঁচে রোগ।তাই ওখান থেকে আস্তে আস্তে বিস্তার লাভ করে ১৮৮ টি দেশে ছড়িয়ে পড়েছে। এই ২০২০ সালের ৮ই মার্চ বাংলাদেশে করোনা রোগী প্রথম শনাক্ত হয়।এরপর আমরা এর ভয়াবহ রূপ দেখতে পেলাম।এটি একটি ছোঁয়াচে রোগ।তাই আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেও বহু মানুষ আক্রান্ত হয়েছে। বহু মানুষ এই রোগে আজ আক্রান্ত। লাখ লাখ মানুষ এই করোনার জন্য জীবন হারিয়েছে।প্রতিদিন টিভি ছাড়লে দেখতে পাই লাখ লাখ মানুষ আক্রান্ত আর হাজার হাজার মানুষ মারা গিয়েছে। এই দশ মাসের মধ্যে প্রায় দশ লাখ মানুষের প্রাণ নিয়েছে এই ভাইরাস। আক্রান্তের সংখ্যা ও ছাড়িয়েছে কোটি।গোটা বিশ্বের মানুষ আজ করোনার কারনে থমকে দাড়িয়েছে।আমাদের দেশে স্কুল কলেজ আজ দশ মাসের মতো সব বন্ধ। ঘরের বাহিরে বের হতে গেলেও আজ আতংকে সবাই। ছেলেমেয়েরা এখন ঘরের মধ্যে বন্দি থাকে যে সময়টা তার খেলাধুলার বয়স ছিল। গোটা বিশ্ব আজ হুমকির মুখে।