স্পাম হচ্ছে অনাকাঙ্খিত,অবাঞ্চিত কোনো সংবাদ, বিজ্ঞাপন বা লিংক , যা সাধারণত ইমেইল বা অন্য কোনো মাধ্যমে ব্যবহারকারীর কাছে প্রেরণ করা হয়। স্পামের মাধ্যমে সাধারণত বিভিন্ন সস্তা পন্যের বা সেবার বিজ্ঞাপন যেমন বিভিন্ন প্রকার লোন, দ্রুততম সময়ে বড়লোক হওয়ার সুবর্ণ সুযোগ, অর্থ উপার্জনের উপায়, লটারি সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইত্যাদি মূলত বিজ্ঞাপনজাতীয় যা আছে সব প্রেরন করা হয় ।অনেক সময় বিভিন্ন নিউজ গ্রুপ এর বা বুলেটিনবোর্ডের অপ্রাসঙ্গিক পোস্টকেও স্পাম বলা হয়।