H(1), Li(3), Na(11), K(19)— এই 4টি মৌলেরই শেষ কক্ষপথে টি e- রয়েছে। অর্থাৎ ১ম মৌলটি এই চারটির যেকোনো একটিই হতে পারে।
তবে প্রশ্নে কিন্তু ১ম মৌলের নাম চায়নি, বরং ১ম মৌলের "আধান" চেয়েছে। এর উত্তর হবে ক্যাটায়ন বা (+ve) আয়ন।
উপরোক্ত সবগুলো মৌলই সর্বশেষ কক্ষপথে থাকা একটি ইলেক্ট্রন ত্যাগ করার মাধ্যমে নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। যার জন্য এই মৌলগুলো যথাক্রমে H+,Li+,Na+ও K+ গঠন করে, যারা প্রত্যেকেই ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন।
[ ৮ম শ্রেণির উপযোগী করে উত্তর দেবার চেষ্টা করলাম। আসলে সর্বশেষ কক্ষপথে 1টি e- আছে এরকম মৌল মোট 7 টি, এবং এরা মূলত পর্যায় সারণির ১ম গ্রুপের মৌল।]