আগেই বলি ''আলোর প্রতিসরণ'' জিনিসটা কী। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য মাধ্যমে তীর্যকভাবে আপতিত হলে মাধ্যম পরিবর্তন এর ফলে গতিপথের যে ভিন্নতা দেখা যায় তাকে 'আলোর প্রতিসরণ' বলে।
এখানে AB বিভেদ তল দুটি ভিন্ন মাধ্যমকে (পানি ও বায়ু) আলাদা করেছে। আর MN হলো অভিলম্ব। OP আপতিত রশ্মি AB বিভেদ তল থেকে বায়ু মাধ্যমে প্রবেশের সময় 'আলোর প্রতিসরণ' এর নিয়মানুযায়ী বেঁকে অভিলম্ব থেকে দূরে সরে গিয়েছে।
এখন, সমকোণ সম্পর্কে বলি। কোনো একটি সরলরেখার যেকোনো বিন্দুর উপর লম্ব আঁকলে যে কোণ উৎপন্ন হয় তার মান হয় ৯০ডিগ্রি এবং একে সমকোণ বলে।
চিত্রে, /_O একটি সমকোণ যার মান ৯০ডিগ্রি।
এখন আসি সংকট কোণ। নির্দিষ্ট দুইটি মাধ্যমের মাঝে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোন বিভেদ তল বরাবর যায় তাকে সংকট কোণ বলে।
এখানে, AB বিভেদ তল। MN অভিলম্ব। OP আপতিত রশ্মি এবং OP' প্রতিসরিত রশ্মি যা বিভেদ তল OB বরাবর গিয়েছে। যেহেতু অভিলম্ব বিভেদ তলকে সমকোণে ছেদ করে, সুতরাং /_BOM= ৯০ডিগ্রি। আর চিত্রে, আপতিত রশ্মি যেহেতু বিভেদ তল বরাবর গিয়েছে, সেহেতু আপতন কোণ /_MOP'= ৯০ডিগ্রি।
আর প্রশ্নোক্ত কথাটির ৯০° দ্বারা এটিই বোঝানো হয়েছে যে, যদি আপতিত রশ্মি অভিলম্বের সাথে সংকট কোণ তৈরি করে তবে প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে ৯০ডিগ্রী কোণ উৎপন্ন করবে এবং তা বিভেদ তল বরাবর চলে যাবে।