আপাতত পূজা আর ঈদ ই মিলাদুন্নবি এর ছুটি চলছে। তাই নভেম্বরের ১ তারিখ থেকে শুরু হবে।
এই বন্ধের মাঝে সরকার সব স্কুলে সিলেবাস পৌঁছে দিবে। আর এই এই সিলেবাসের উপর ভিত্তি করে প্রতি সপ্তাহে প্রতি বিষয়ের উপর একটি করে এসাইনমেন্ট জমা দিতে হবে। অর্থাৎ, প্রত্যেক সপ্তাহে বাংলা, বিজ্ঞান, গণিত, ইংরেজি, ধর্ম, বা.ও বি., আইসিটি মোট সাতটি এসাইনমেন্ট করতে হবে। এই এসাইনমেন্ট গুলো বোর্ড কর্তৃক নির্বাচিত না কি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান দিবে সেটা এখনো জানা যায়নি। চার সপ্তাহে আটাশটি এসাইনমেন্ট এর উপর আমাদের মূল্যায়ন করা হবে। তবে এটি পাসের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। সবাই পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবে।
যে যেই শ্রেণিতে পড়ে সেই শ্রেণির বই থেকেই সিলেবাস করা হবে। আর অ্যাসাইনমেন্টগুলো স্কুল থেকে সংগ্রহ করে স্কুলেই জমা দিতে হবে। সংসদে প্রচারিত না ও হতে পারে।
ধন্যবাদ।