১৫ আ্যাম্পিয়ার ফিউজ বলতে বোঝায় যে ফিউজের পরিবাহী
তারের তড়িৎ পরিবহন করার ক্ষমতা সর্বোচ্চ ১৫ আ্যাম্পিয়ার।
ফিউজ হচ্ছে বাসাবাড়িতে দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তনীতে নেওয়া এক কার্যকরী ব্যবস্থা।ফিউজ সাধারণত টিন ও সীসার সংকর ধাতুর তৈরি ছোট সরু তার।এখানে এই ছোট তারটি তড়িৎ পরিবাহী তার হিসেবে কাজ করে। এই তারের পরিবহনের একটি সর্বোচ্চ পরিবহন সীমা থাকে।নির্দিষ্ট সীমার উপরে তড়িৎ প্রবাহিত হলে তারটি গলে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দুর্ঘটনা রোধ করে।১৫ আ্যম্পিয়ার ফিউজের পরিবাহী তারে এক সেকেন্ডে ১৫ কুলম্ব আধানের বেশি প্রবাহিত হতে পারে না।এই ১৫ আ্যম্পিয়ার বা ১৫ কুলম্ব/সেকেণ্ডই এই ফিউজের সর্বোচ্চ পরিবহন ক্ষমতা।