উদ্দীপকে A হলো একটি চোখ যা পানিভর্তি একটি পাত্রের দিকে তীর্যকভাবে তাকিয়ে আছে এবং পাত্রটির তলানিতে একটি মুদ্রা আছে। এক্ষেত্রে চোখটির সাপেক্ষে মুদ্রাটি উপরে উঠে আসবে এবং সে তা দেখতে পাবে। কারণ-
চিত্রে, ০ বিন্দুতে একটি মুদ্রা পাত্রের পানির ভিতরে অবস্থান করছে এবং পানির অপর থেকে AB বরাবর দৃষ্টি রেখে একটি চোখ দেখার চেষ্টা করলে সে ০' বিন্দুটিতে মুদ্রাটিকে দেখতে পাবে। কারণ আলোক রশ্মি ০ বিন্দু থেকে A পর্যন্ত সরলরেখা বরাবর গেলেও বিভেদ তল থেকে তা প্রতিসরিত হওয়ায় অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আর চোখটি তার কাছে আসা AB সরলরেখা বরাবর ০' পর্যন্ত গিয়ে মুদ্রাটি প্রতিফলিত হবে। এভাবে সে মুদ্রাটি দেখতে পাবে।