যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ তার সরলতম উপাদানসমূহের প্রত্যক্ষ সংযোগে সৃষ্টি হয় তাকে সংযোজন বিক্রিয়া বলে। এই ধরনের বিক্রিয়া মৌলের সাথে মৌলের বা যৌগের সাথে যৌগের বা মৌলের সাথে যৌগের বা যৌগের সাথে মৌলের মধ্যে হতে পারে।
আর যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ তার উপাদান মৌলসমূহের প্রত্যক্ষ সংযোগের মাধ্যমে সৃষ্টি হয় তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। এই ধরনের বিক্রিয়া মৌলের সাথে মৌলের মাঝে হয়ে থাকে।
2H2+O2---->2H2O; এখানে H2 ও O2 দুইটি মৌল মিলে একটি যৌগ গঠন করেছে, যা সংযোজন ও সংশ্লেষণ উভয় বিক্রিয়ার শর্ত পূরণ করে। কিন্তু FeCl2+Cl2----->FeCl3 এই বিক্রিয়াটিতে FeCl2 একটি যৌগ এবং Cl2 একটি মৌল একটি যৌগ গঠন করেছে, যা সংযোজন বিক্রিয়ার শর্তাধীন হলেও ও সংশ্লেষণ বিক্রিয়ার শর্তাধীন না।
তাই 2H2+O2---->2H2O এই বিক্রিয়াটি সংযোজন ও সংশ্লেষণ উভয়ই, কিন্তু FeCl2+Cl2----->FeCl3 বিক্রিয়া শুধুমাত্র সংযোজন।