অযৌন জনন কী" — এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমে জানতে হবে যৌন জনন কী। তারপর আসা যাবে মূল বিষয়ে।
" যৌন জনন" বিষয়টি তাহলে কী?
সোজা ভাষায় পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলন যে প্রজনন প্রক্রিয়ায় ঘটে, সেটিই যৌন জনন। অর্থাৎ, যেখানে একটি পুং গ্যামেট একটি স্ত্রী গ্যামেটের সাথে মিলে নতুন জাইগোট তৈরি করবে, তথা নিষেক বা ফার্টিলাইজেশন ঘটবে, সেখানেই ঘটবে যৌন জনন।
তাহলে এবার মূল বিষয়ে আসি, অযৌন জনন কী? সোজা উত্তর-যেখানে নিষেক, গ্যামেট বা জননকোষের ঝামেলা থাকবে না, সেই প্রজনন পদ্ধতিই অযৌন জনন। যেহেতু এখানে ঝামেলা কম, তাই যৌন জননের চেয়ে অযৌন জনন অনেক অনেক সরল একটি প্রক্রিয়া। অযৌন জনন আবার বিভিন্ন উপায়ে ঘটতে পারে (যা আগের উত্তরে এত সুন্দর করে দেওয়ার জন্য উত্তরদাতাকে ধন্যবাদ)। তবে অযৌন জননের সবচেয়ে সোজা উদাহরণ হচ্ছে অ্যামাইটোসিস, যেখানে একটি কোষ মাঝ বরাবর দুইভাগে বিভক্ত হয়ে নতুন কোষ সৃষ্টি করে,কোনো গ্যামেটের গোলমাল ছাড়াই!