এখানে রাউটারের কাজ করার প্রক্রিয়াটা দেওয়া হলোঃ রাউটার তার কাজ গুলো সঠিকভাবে করার জন্য যে জিনিসটা সবার আগে খুঁজে, তা হলো IP Address.রাউটার তার সবথেকে কাছাকাছি যেই নেটওয়ার্ক সিস্টেম থাকে, তার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে।
রাউটার তার সবথেকে কাছে কোন নেটওয়ার্ক টি অবস্থান করছে, এটি জানার জন্য ম্যাট্রিক ভ্যালু নামের একটি মাধ্যমকে ব্যবহার করে।
এখানে ম্যাট্রিক ভ্যালু একটি বিশেষ নম্বর, যা প্রতিটি রাউটারের মধ্যেই ইন্টারনাল অংশ হিসেবে বিদ্যমান থাকে।
যেমন আমরা যদি দুইটি রাউটারকে একই দূরত্বে আলাদা জায়গায় রেখে দুইটার মধ্যে যোগাযোগের চেষ্টা করি। এই ক্ষেত্রে যেই রাউটারের ম্যাট্রিক ভ্যালু কম হবে, ডিভাইস আগে সেই রাউটারের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবে।
আর এই যুক্ত হওয়ার ক্ষেত্রে সবথেকে যে ব্যাপারটি লক্ষ করতে হবে, তা হলো আইপি এড্রেস, আইপি এড্রেসের সাথে না মিল থাকলে কখনোই নেটওয়ার্কের সাথে কানেক্ট হবেনা।
আমরা যখন আমাদের মোবাইলের Wifi কানেকশন অন করি, তখন তা আশপাশের কম ম্যাট্রিক বিশিষ্ট আইপি এড্রেস কে খুঁজে এবং যখনি পেয়ে যায়, তখন সেই কম ম্যাট্রিক ভ্যালু বিশিষ্ট ডিভাইসের সাথে যুক্ত হয়ে যায়। আর এভাবেই আমরা যেকোন তথ্য পেয়ে যাচ্ছি মুহূর্তের মধ্যেই।
এই তথ্যের ভিত্তিতে আপনি 5 মার্কের উত্তর সাজিয়ে নিন