সূরা কুরাইশ হলো মক্কি সূরা। এর আয়াত সংখ্যা চারটি। এটি আল কুরআনের ১০৬তম সূরা। এ সউরায় মক্কা নগরীর কুরাইশদের কথা বর্ণনা করা হয়েছে। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরা কুরাইশ।
শানে নুযুল
পবিত্র কাবাগ্রিহ মক্কা নগরীতে অবস্থিত। এ গৃহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিলো কুরাইশ সম্প্রদায়ের উপর। এজন্য কুরাইশরা বহু সুযোগ সুবিধা লাভ করতো। লোকজন তাদের সম্মান করতো, তাদের নেতৃত্ব মেনে চলত, তাদের সাথে অন্যায় অত্যাচার করার সাহস পেতো না। এ সুযোগে তারা সিরিয়া, ইয়েমান প্রভৃতি দেশে ব্যবসায় বাণিজ্য করতো; চোর ডাকাত, ছিন্তাইকারীরাও তাদের বাধা দিতো না। এমন কি শীত গ্রীষ্মের প্রতিকূল পরিবেশেও তারা সকলের সহযোগিতায় নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতো। তাছাড়া হজ উপলক্ষ্যে বহু লোকজন মক্কা নগরীতে আস্তো, এতে কুরাইশরা বহু অর্থ সম্পদ লাভ করতো। কুরাইশদের এসব মান মর্যাদা অ ধন সম্পদ ছিলো কাবাঘরের বদওলতে। সুতরাং তাদের উচিত ছিল এ গৃহের প্রভুকে মেনে চলা। অথচ তারা তা করতো না। বরং তারা ছিল মুশরিক। তারা মূর্তি পূজা করতো। আল্লাহর একাত্ববাদে বিশ্বাস করতো না। এমন কি মুহাম্মাদ (স) যখন ইসলামের দাওয়াত শুরু করলেন তখনো তারা তাঁর বিরোধিতা করতে লাগলো।
তাদের এ জঘন্য অ অনৈতিক আচরণের পরিপ্রেক্ষিতে আল্লাহ তায়ালা এ সূরা নাযিল করে তাদের সতর্ক করে দেন।