১) যে শব্দ একটি শব্দের একই অর্থ বা প্রায় সমান অর্থ বহন করে তাকে সেই শব্দের সমার্থক শব্দ বলে।
২) গাছ, চন্দ্র, আগুন, পাখি, মানব ও আলয় শব্দগুলোর সমার্থক শব্দ দিয়ে ৫টি করে বাক্য রচনা করে পাইঃ
গাছ
i) গাছ- গাছ আমাদের পরম বন্ধু।
ii) বৃক্ষ- পথিকেরা বৃক্ষের ছায়ায় বসে ক্লান্তি দূর করে।
iii) শাখী- শাখীতে বসে আছে দুটি কালো পাখি।
iv) বিটপী- বিটপী দেখতে বড়ই সুন্দর।
v) তরু- জায়গাটি তরু-লতায় ছেয়ে গেছে।
চন্দ্র
i) চন্দ্র- আজ চন্দ্রগ্রহণ হবে।
ii) চাঁদ- পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
iii) শশাঙ্ক- শশাঙ্কে কলঙ্করেখা কে দিয়েছে এঁকে?
iv) শশধর- শশধরের পূর্ণ আলোয় জগত ঝলমল করছে।
v) শশী- একলা শশী জাগলে আকাশে বাতায়ন খুলে দিও।
আগুন
i) অগ্নি- ঘরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে তিনজন মারা গিয়েছে।
ii) অনল- সুখের লাগিয়া এ গজর বাঁধিনু অনলে পুড়িয়া গেল।
iii) আগুন- আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
iv) বহ্নি- জাগো নারী জাগো বহ্নিশিখা।
v) বৈশ্বানর- দেখতে দেখতে নিমতলি বস্তিটি বৈশ্বানরের উদরে চলে গেল।
পাখি
i) পাখি- পাখি সব করে রব রাতি পোহাইল।
ii) খগ- ময়ূর-ময়ূরী সারী-শুক আদি খগ।
iii) খেচর- খেচর চলেছে উড়ে নৈঋত কোণে।
iv) পঙ্খি- উইড়া যায়রে হংসপঙ্খি, পইড়া রয়রে কায়া।
v) বিহঙ্গ- যাবার সময় হলো বিহঙ্গের।
মানব
i) জন- জনগণ সকল খমতার উৎস।
i) নর- নর-বানরের যুদ্ধে রাবণ নিহত হয়।
iii) মানব- বিজ্ঞানীরা মানবজাতির কল্যাণে নিরিলস গবেষণা করে চলেছেন।
iv) মানুষ- মানুষ সৃষ্টির সেরা জীব।
v) লোক- লোকে বলে বলে রে ঘর-বাড়ি ভালা না আমার।
আলয়
i) আলয়- শিক্ষার জন্য বিদ্যালয়ে যেতে হয়।
ii) গৃহ- গৃহহীনে গৃহ দিলে থাকি আমি ঘরে।
iii) ঘর- গৃহহীনে গৃহ দিলে থাকি আমি ঘরে।
iv) ধাম- এ ধরাধাম ছেড়ে একদিন সকলকেই চলে যেতে হবে।
v) বাড়ি- আমার বাড়ি যাইও ভ্রমর বস্তে দেব পিঁড়ে।