অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে বা কিশোরদের দ্বারা সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধকে কিশোর অপরাধ বলে।
বাংলাদেশে কিশোররাও বিভিন্ন ধরনের অপরাধ যেমন- খুন, চুরি, জুয়া খেলা, স্কুল পালানো, বাড়ি থেকে পালানো, পরীক্ষায় নকল করা, পকেটমারা, বোমাবাজি, গাড়ি ভাংচুর, বিনা টিকিটে ভ্রমণ, এসিড নিক্ষেপ, নারী নির্যাতন, মাদক গ্রহণ ইত্যাদি করে থাকে। এর কারণ হলোঃ
১) দারিদ্রতা
২) সুস্থ পারিবারিক জীবন ও সুষ্ঠু সামাজিক পরিবেশের অভাব
৩) মাতাপিতার অকালমৃত্যু বা বিবাহবিচ্ছেদ
৪) শিশু কিশোরদের চিত্তবিনোদনের অভাব
৫) শারীরিক বা মানসিক ত্রুটি বা বৈকল্য
৬) সঙ্গদোষ
এছাড়াও আরো বিভিন্ন কারণে শিশু কিশোররা অপরাধী হয়ে উঠে।