না দেওয়াই ভালো। বায়োলজির চিত্রের ক্ষেত্রে যথাসম্ভব উভয় পাশে চিহ্নিতকরণ avoid করার চেষ্টা করবেন। কিন্তু কিছু কিছু চিত্র আছে যেগুলোতে একপাশে নিয়মমাফিক সোজা করে চিহ্নিত করা সম্ভব হয় না। যেমন- নেফ্রনের চিত্র। তবে একসাথে করা না গেলেও সবগুলো ডানপাশেই করার চেষ্টা করতে হবে।
পরীক্ষক চাইলেই উভয় পাশে চিহ্নিতকরণের কারণে নম্বর কাটতে পারেন। সেটা উনার ইচ্ছার উপর নির্ভরশীল। তাই risk না নেওয়াই ভালো।