বন্যার পর আমার এলাকায় দুর্গত মানুষের সাহায্যে আমি যা পদক্ষেপ গ্রহণ করতে পারি তা নিম্নরূপ:
১) আমার এলাকায় বন্যা পরবর্তী দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রথমেই তাদেরকে আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে সাহায্য করবো।
২) দুর্গত মানুষদের ঘর-বাড়ি পরিষ্কার ও মেরামত করে বাসযোগ্য করে তুলতে সহায়তা করবো।এর জন্য প্রয়োজনে তাদেরকে ব্লিচিং পাউডার সরবারহ করব।
৩) দুর্যোগে কেউ আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া এবং আঘাত গুরুতর হলে দ্রুত কাছাকাছি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করব।
৪) কোন ব্যক্তি মারা গেলে লাশ উদ্ধার করে দ্রুত সমাহিত করার ব্যবস্থা করব এবং বন্যাকবলিত এলাকায় মরা পশু পাখিও মাটিতে পুঁতে ফেলবো।
৫) বাইরে থেকে প্রাণ ও চিকিৎসক দল এলে প্রকৃত ক্ষতিগ্রস্থরা যেন সাহায্য পায় সে ব্যাপারে সহযোগিতা করব।
৬) দুর্যোগ পরবর্তী সময়ে বন্যাকবলিত এলাকার লোকজন যেন ঐক্যবদ্ধভাবে কাজ করে সেজন্য সামাজিক যোগাযোগ বৃদ্ধি করব।
বন্যার পর আমার এলাকায় প্রথমেই আমাদের সকলেরই দুর্গত মানুষের সাহায্য করা উচিত।