১. নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়?
ক) উপসর্গ খ) প্রতিশব্দ গ) অক্ষর ঘ) কারক
২. যোজক আলোচনা করা হয়-
ক) ধ্বনিতত্ত্বে খ) রূপতত্ত্বে গ) অর্থতত্ত্বে ঘ) বাক্যতত্ত্বে
৩. কী কারণে ব্যাকরণে পাঠের প্রয়োজন?
ক) ভাষা শিক্ষার জন্য খ) ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য গ) ভাষা বিষয়ে জ্ঞান দানের জন্য ঘ) ভাষার বিকাশের জন্য
৪. পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
ক) ধ্বনিতত্ত্বে খ) রূপতত্ত্বে গ) বাক্যতত্ত্বে ঘ) সাহিত্যতত্ত্বে
৫. রূপতত্ত্বের বিষয়গুলো হলো-
ক) সন্ধি, ণ-ত্ব বিধান, পদ
খ) বিশেষ্য, সর্বনাম
গ) পদক্রম
ঘ) ধ্বনির পরিবর্তন, বর্ণ, উচ্চারণ স্থান
৬. ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক) ধ্বনিতত্ত্ব খ) রূপতত্ত্ব গ) বাক্যতত্ত্ব ঘ) সাহিত্যতত্ত্ব
৭. বাক্যতত্ত্বকে বলা হয়-
ক) বাগরথতত্ত্ব খ) পদাক্রম গ) শব্দতত্ত্ব ঘ) ধ্বনিমূল
৮. নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম?
ক) কেন্তুম খ) সংস্কৃত গ) পূর্ব ভারতীয় প্রাকৃত ঘ) দ্রাবিড়ীয়
৯. পশু বা পাখির ডাক ভাষা নয় কেন?
ক) মানুষের কাছে দুর্বোধ্য বলে খ) মানুষ বুঝতে পারে না বলে গ) খুবই সহজ বলে ঘ) মানুষের কথা নয় বলে
১০. বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে-
ক) প্রায় দুই হাজার খ) সাড়ে তিন হাজারের কাছাকাছি গ) পাঁচ হাজারের ওপরে ঘ) সাড়ে সাত হাজারের ওপরে
১১. বাংলা ভাষার মূল উৎস কী?
ক) কানাড়ী ভাষা খ) বৈদিক ভাষা গ) হিন্দি ভাষা ঘ) অনার্য ভাষা
১২. বাংলা ভাষার চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক) আভিজাত্যপূর্ণ খ) পদবিন্যাস সুনির্দিষ্ট গ) কৃত্রিমতা বর্জিত ঘ) কাঠামো অপরিবর্তনীয়