আমার এলাকা হলো সিলেট। সিলেট এলাকায় বন্যা নামক প্রাকৃতিক দুর্যোগটি হয়। তাই বন্যা মোকাবেলায় আমি যেসব পদক্ষেপ গ্রহণ করবো তা নিম্নরূপঃ
১) যথাসম্ভব উঁচু জায়গায় বসতভিটা, গোয়ালঘর ও হাঁস-মুরগির ঘর তৈরি করবো।
২) বাড়ির চারপাশে বাঁশঝাড়, কলাগাছ, ঢোলকলমি, ধইঞ্চা ইত্যাদি গাছ লাগাবো । এসব গাছ বন্যার স্রোত অনেকটা প্রতিরোধ করতে পারে।
৩) ঘরের ভিতর উঁচু মাচা বা পাটাতন তৈরি করে তার উপর খাদ্যশস্য, বীজ ইত্যাদি সংরক্ষণ করবো; যেন ঘরে পানি ঢুকলেও এগুলো নষ্ট না হয়।
৪) পুকুরের পাড় উঁচু করবো এবং টিউবওয়েল ও ল্যাট্রিন যতটা সম্ভব উঁচু স্থানে বসাবো।
৫) বন্যার মওসুমের আগে বসতভিটা মেরামত বিশেষ করে খুঁটি মজবুত করবো।