হ্যাঁ, রক্ত পরীক্ষা করে রক্তটি পুরুষের না নারীর তা বোঝা যায়। কারণ, রক্তে পুরুষের ক্ষেত্রে যেটাকে স্বাভাবিক মাত্রা ধরা হয়, সেটা নারীর ক্ষেত্রে নাও হতে পারে। উদাহরণ স্বরূপ পুরুষের ক্ষেত্রে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হলো ১৩.৮ থেকে ১৭.২। নারীর ক্ষেত্রে তা হলো ১২.১ থেকে ১৫.১।