মনে করি,
m ভরের একটি বস্তু d দূরত্তে স্থাপিত আছে।
পৃথিবীর ভর = M
পৃথিবী ও বস্তুটির মধ্যবর্তী আকর্ষণ বল,
F = GMm/d^2... ... ... ... (i)
আবার,
আকর্ষণ বল, F= mg... ... ... ... (ii)
(i) ও (ii) তুলনা করে পাই,
mg=GMm/d^2
বা,g=GM/d^2
উপরিউক্ত সমীকরণে বস্তুর ভর m অনুপস্থিত। অর্থাৎ g এর মান বস্তু নিরপেক্ষ। অপরদিকে GM ধ্রূবক হওয়ায় g এর মান শুধু d এর উপর নির্ভরশীল।
তাই g এর মান বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়।