সুত্র ১;মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণ ফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক এবং এই বল বস্তুদ্বয়ের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।
F=Gm1m2/d2
সুত্র ২ঃএই বিশ্বে যে-কোনো দুটি বস্তুকণা তাদের সংযোজী সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল কণাদুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
এ সূত্রানুসারে যদি দুটি বস্তুর ভর যথাক্রমে m1 , m2 এবং মধ্যবর্তী দূরত্ব {\displaystyle r} হয় তবে
মহাকর্ষীয় বল, F[সামেশন] m1, m2 এবং F[সামেশন] 1/r2
F[সামেশন] m1,m2 /r2
F=Gm1,m2 /r2
সমানুপাতিক ধ্রুবক {\displaystyle G} কে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে।