class 8 , unit 5 - আস্ক পড়ুয়া
0 পছন্দ 0 জনের অপছন্দ
602 বার প্রদর্শিত
"প্রযুক্তি" বিভাগে করেছেন (94 পয়েন্ট)
বন্ধ করেছেন
১) কিভাবে একটি ইমেইল একাউন্ট খোলা হয় বর্ণনা করো।

২) কিভাবে অ্যাটাচমেন্ট সহ ইমেইল পাঠাতে হয় বর্ণনা করো।
বন্ধ
করেছেন (1.1k পয়েন্ট)
1 0
২ নম্বর এর উত্তর কেউ দাও

2 উত্তর

0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (2.2k পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

১) ইমেইল কথাটির পূর্ণরূপ হলো ইলেক্ট্রনিক মেইল বা ইলেক্ট্রনিক চিঠি। ইলেক্ট্রনিকভাবে তথ্য একস্থান থেকে অনুস্থানে ইন্টারনেটের মাধ্যমে পাঠানোকে ইমেইল বলে। 

            ইমেইল খোলার জন্য অবশ্যই যা প্রয়োজন হবে তা হলোঃ 

                         i)কম্পিউটার বা আইসিটি যন্ত্র 

                    ii)ইন্টারনেট সংযোগ 

১।প্রথমেই আইসিটি যন্ত্র  ইন্টারনেট যুক্ত করতে হবে। এবার পছন্দের সেবাদাতা সাইট যেমন- ইয়াহুতে প্রবেশ করার পর Mail লেখার উপর ক্লিক করি। 

২। নিচের দিকে যেখানে লেখা Creat new account/sign up সেখানে ক্লিক করি।

৩। Creat new account/sign up ফরমটি আসবে।

৪। ফরমে first name এবং last name অংশ পূরণ করি। 

৫। Yahoo user mane এ user ID টাইপ করি।

A.আইডি লিখতে হবে-

* বর্ণ দিয়ে আইডি লেখা শুরু করতে হবে। 

* ৪ থেকে ৩২অক্ষরের মধ্যে আইডির দৈর্ঘ্য হবে।

* আইডিতে বর্ণ, সংখ্যা, আন্ডার স্কোর, (-) এবং (.) ব্যবহার করতে পারব।

B.পাসওয়ার্ড টাইপ করার ক্ষেত্রে-

* ৬ থেকে ৩২বর্ণের মধ্যে পাসওয়ার্ডের দৈর্ঘ্য হবে।

* পাসওয়ার্ডের ক্ষেত্রে ইংরেজি ছোট হাতের অক্ষর ও বড় হাতের অক্ষর আলাদা বর্ণ হিসেবে বিবেচিত হবে।

* পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে বর্ণ ও সংখ্যা, বিশেষ ক্যারেকটার যেমন- <,@,>, ছোট হাতের অক্ষর ও বড় হাতের অক্ষরের সংমিশ্রণ হতে হবে।

C.পাসওয়ার্ড টাইপ হয়ে গেলে-

* Country সিলেক্ট করতে হবে।

* Phone number টাইপ করতে হবে।

* জন্মদিন  সিলেক্ট করতে হবে।

* জেন্ডার  সিলেক্ট করতে হবে।

*এরপর বিকল্প রিকভারি নাম্বার দিতে হবে এবং এর জন্য কান্ট্রি  সিলেক্ট করে মোবাইল নাম্বার টাইপ করতে হবে।

* এই মোবাইল ব্যবহারকারীর সাথে আমার সম্পর্ক টাইপ করতে হবে।

* এরপর 'Creat Account' বাটনে ক্লিক করতে হবে।

এভাবেই ইমেইল একাউন্ট খোলা হয়।   


২) ইমেইল কথাটির পূর্ণরূপ হলো ইলেক্ট্রনিক মেইল বা ইলেক্ট্রনিক চিঠি। ইলেক্ট্রনিকভাবে তথ্য একস্থান থেকে অনুস্থানে ইন্টারনেটের মাধ্যমে পাঠানোকে ইমেইল বলে। 

            এটাচমেন্টসহ ইমেইল পাঠানোর জন্য অবশ্যই যা প্রয়োজন হবে তা হলোঃ 

                         i)কম্পিউটার বা আইসিটি যন্ত্র 

                    ii)ইন্টারনেট সংযোগ

                      ইমেইল ঠিকানা

১। ইন্টারনেট ব্রাউজার চালু করে যে অয়েব সাইটে আমার ইমেইল ঠিকানা আছে সেটিতে প্রবেশ করি।

২। নিজ্জের ইমেইল ঠিকানা টাইপ করি এবং পাসওয়ার্ড দিয়ে নিজের ইমেইল ঠিকানায় প্রবেশ(sign in) করি।

৩। Compose লেখা জায়গা মাউস দিয়ে ক্লিক করলেই আমার জন্য একটি সাদা পাতা আসবে। এবার যে চিঠিটি লিখতে চাই, তা লিখে ফেলি।

৪। লেখা শেষে উপরের দিকে To লেখা জায়গায় যাকে ইমেইল পাঠাতে চাই তার ইমেইল ঠিকানাটি লিখি।

৫। কোন বিসয়ে চিঠি লেখা হলো তা subject এর জায়গায় লিখি।

৬। এটাচমেন্ট করার জন্য এর আইকন্টি মাউস দিয়ে ক্লিক করি। একটি পৃষ্ঠা আসবে। যে ফাইলটি পাঠাতে চাই তা নির্ধারণ করে open এ ক্লিক করি। ফাইলটি এটাচ হওয়া শুরু হবে। ফাইলের আকার এবং আমার ইন্টারনেটের কানেকশনের গতির উপর নির্ভর করবে ফাইলটি এটাচ হতে কত সময় লাগবে।

৭। ফাইলটি এটাচ হওয়ার পর send লেখায় ক্লিক করে পাঠিয়ে দেই আমার ইমেইলটি।

                 এতে ফাইলসহ আমার ইমেইল কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যাবে। 

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (1.1k পয়েন্ট)
সম্পাদিত করেছেন

১।প্রথমেই মোবাইলে ইন্টারনেট যুক্ত করতে হবে। এবার পছন্দের সেবাদাতা সাইটটিতে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর নতুন  Account Sign Up বা ইমেইল ঠিকানা নিবন্ধন করতে হবে। সাইন আপে ক্লিক করলে একটি ফরম প্রদর্শিত হবে। এই ফরমটিতে যেসব তথ্য চাওয়া হবে তার সবই পূরণ করতে হবে, যেমন-

১. নাম, আইডি নাম, পাসওয়ার্ড, জন্মদিন, জেন্ডার, ভাষা, দেশের নাম, পোস্ট কোড, মোবাইল নম্বর ইত্যাদি।

আইডি লেখার ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে, যেমন- বর্ণ (ছোট হাতের অক্ষর) দিয়ে আইডি লেখা শুরু করতে হবে, আইডিতে বর্ণ সংখ্যা, আন্ডারস্কোর (-) এবং একটি ডট (.) ব্যবহার করা যাবে। আইডিটি হতে হবে সহজ-সরল ও বোধগম্য।

পাসওয়ার্ডের ক্ষেত্রেও কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন- ৬ থেকে ৩২ বর্ণ বা সংখ্যার মধ্যে পাসওয়ার্ডের দৈর্ঘ্য সীমাবদ্ধ রাখতে হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে ইংরেজি ছোট হাতের অক্ষর ও বড় হাতের অক্ষর আলাদা বর্ণ হিসেবে বিবেচিত।  পাসওয়ার্ডটি গোপন রাখতে হবে।

ফরমটির সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর ফরমের নিচে লিখিত শর্তাবলির সাথে একমত পোষণ করে খালি ছোট ঘরটিতে ক্লিক করে টিক চিহ্ন দিতে হবে। সব শেষে Create new account ক্লিক করলেই ইমেইল খোলার কাজ সম্পন্ন হবে।


করেছেন (355 পয়েন্ট)
0 0
ধন্যবাদ, কিন্তু ২ নম্বরটার উত্তর দিন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 370 বার প্রদর্শিত
21 নভেম্বর 2020 "শিক্ষা ও পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nijhum (2.2k পয়েন্ট)
0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 245 বার প্রদর্শিত
19 নভেম্বর 2020 "শিক্ষা ও পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nijhum (2.2k পয়েন্ট)
0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 283 বার প্রদর্শিত
19 নভেম্বর 2020 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন ABHIJIT (355 পয়েন্ট)
1 টি পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 272 বার প্রদর্শিত
22 সেপ্টেম্বর 2020 "অন্যান্য ও বিভাগহীন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sharmin Shanu (1.1k পয়েন্ট)
0 পছন্দ 0 জনের অপছন্দ
0 টি উত্তর 112 বার প্রদর্শিত
22 সেপ্টেম্বর 2020 "কৃষি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sharmin Shanu (1.1k পয়েন্ট)
"আস্ক পড়ুয়ায় স্বাগতম" আস্কপড়ুয়া একটি জ্ঞানমূলক ওয়েবসাইট।এর মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়া।এই কমিউনিটি তে যারা যুক্ত তারা জ্ঞানার্জনে উন্মুখ।যেকোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য প্রদানে পড়ুয়া বোর্ড সহযোগিতা প্রদানে তৎপর।

1.4k টি প্রশ্ন

1.7k টি উত্তর

1.4k টি মন্তব্য

4.6k জন সদস্য

...