সমবায় সমিতির সঞ্চয় স্কিম এর ক্ষেত্রে সরল মুনাফা পদ্ধতি ও চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতির মধ্যে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে আমি মনে করি।
কোন নির্দিষ্ট পরিমাণ টাকা সমবায় সমিতিতে রাখলে বছর শেষে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাই হচ্ছে মুনাফা। আর যে পরিমাণ টাকা জমা রাখা হয় তাকে মূলধন বলে।
সরল মুনাফা পদ্ধতিতে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর ওই প্রারম্ভিক মূলধন এর উপর নির্দিষ্ট পরিমাণ মুনাফা হিসাব করা হয়। অপরদিকে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছরের শেষে প্রারম্ভিক মূলধন এর সাথে সেই বছরে মুনাফা যোগ করে নতুন মূলধন গঠিত হয়। এতে পরবর্তী বছরের মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। নির্দিষ্ট মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় থাকে।
তাই আমি সমবায় সমিতির সঞ্চয় স্কিম এর ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে মনে করি।