পরিমাপের সূত্র সমূহ দিন ? - আস্ক পড়ুয়া
1 টি পছন্দ 0 জনের অপছন্দ
12.3k বার প্রদর্শিত
"গণিত" বিভাগে করেছেন (15 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

1 উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (404 পয়েন্ট)

দৈর্ঘ্য পরিমাপের এককসমূহ :

দৈর্ঘ্য পরিমাপের একক – মিটার।
১০ মিলিমিটার = ১ সেন্টিমিটার
১০ সেন্টিমিটার = ১ ডেসিমিটার
১০ ডেসিমিটার = ১ মিটার
১০ মিটার = ১ ডেকামিটার
১০ ডেকামিটার = ১ হেক্টোমিটার
১০ হেক্টোমিটার = ১ কিলোমিটার
১২ ইঞ্চি = ১ ফুট
৩ ফুট = ১ গজ
১৭৬০ গজ = ১ মাইল
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ কিলোমিটার = ০.৬২ মাইল
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
১ গজ = ০.৯১৪৪ মিটার
১ মাইল = ১.৬ কিলোমিটার।

ভর পরিমাপের এককসমূহ :
ভর পরিমাপের মূল একক : গ্রাম
১০ মিলিগ্রাম।= ১ সেন্টিগ্রাম
১০ সেন্টিগ্রাম = ১ ডেসিগ্রাম
১০ ডেসিগ্রাম = ১ গ্রাম
১০ গ্রাম = ১ ডেকাগ্রাম
১০ ডেকাগ্রাম = ১ হেক্টোগ্রাম
১০ হেক্টোগ্রাম = ১ কিলোগ্রাম
১০০ কিলোগ্রাম = ১ কুইন্টাল
১০০০ কিলোগ্রাম = ১ মেট্রিকটন
১০ কুইন্টাল = ১ মেট্রিকটন।

তরল পদার্থের অায়তনের পরিমাপের এককসমূহ :
১০ মিলিলিটার = ১ সেন্টিলিটার
১০ সেন্টিলিটার = ১ ডেসিলিটার
১ ডেসিলিটার = ১ লিটার
১০ লিটার = ১ ডেকালিটার
১০ ডেকালিটার = ১ হেক্টোলিটার
১০ হেক্টোলিটার = ১ কিলোলিটার

ক্ষেত্রফল পরিমাপের এককসমূহ :

ভূমির পরিমাপের মূল একক : বর্গমিটার
১০০ বর্গ মিলিমিটার = ১ বর্গ সেন্টিমিটার
১০০ বর্গসেন্টিমিটার = ১ বর্গডেসিমিটার
১০০ বর্গ ডেসিমিটার = ১ বর্গ মিটার
১০০ বর্গ মিটার = ১ বর্গ ডেকামিটার (১ এয়র)
১০০ বর্গ ডেকামিটার = ১ বর্গ হেক্টোমিটার (১ হেক্টর)
১০০ বর্গ হেক্টোমিটার = ১ বর্গকিলোমিটার
১৪৪ বর্গ ইঞ্চি = ১ বর্গফুট
৯ বর্গ ফুট = ১ বর্গগজ
৪৮৪০ বর্গগজ = ১ একর
১০০ শতক (ডেসিমেল) = ১ একর
১ বর্গহাত = ১ গণ্ডা
২০ গণ্ডা = ১ ছটাক
১৬ ছটাক = ১ কাঠা
২০ কাঠা = ১ বিঘা
১ বর্গসেন্টিমিটার = ০.১৬ বর্গ ইঞ্চি
১ বর্গ মিটার = ১০.৭৬ বর্গফুট
১ হেক্টর = ২.৪৭ একর
১ বর্গ ইঞ্চি = ৬.৪৫ বর্গ সেন্টিমিটার
১ বর্গফুট = ৯২৯ বর্গসেন্টিমটার।
১ বর্গগজ = ০.৮৪ বর্গ মিটার
১ বর্গমাইল = ৬৪০ একর
১ বর্গ হাত = ৩২৪ বর্গইঞ্চি
৪ বর্গহাত বা ৪ গন্ডা = ৯ বর্গফুট = ০.৮৪ বর্গমিটার
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ = ৬৬.৮৯ বর্গমিটার।
১ বিঘা = ১৬০০ বর্গগজ = ১৩৩৭.৮ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক = ৪০৪৬.২৪ বর্গমিটার
১ শতক = ৪৩৫.৬ বর্গফুট = ১০০০ বর্গ কড়ি
১ বর্গমাইল = ১৯৩৬ বিঘা

অায়তন পরিমাপের এককসমূহ :
1০০০ ঘনসেন্টিমিটার = ১ ঘন ডেসিমিটার
১০০০ ঘন ডেসিমিটার = ১ ঘনমিটার
১০ ঘন মিটার = ১ ঘন স্টেয়র
১০ ঘন স্টেয়র = ১ ডেকাস্টেয়র
১ স্টেয়র = ৩৫.৩ ঘনফুট
১ ডেকাস্টেয়র = ১৩.০৮ ঘন গজ 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 পছন্দ 0 জনের অপছন্দ
0 টি উত্তর 96 বার প্রদর্শিত
0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 1.8k বার প্রদর্শিত
17 সেপ্টেম্বর 2022 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nijhum (2.2k পয়েন্ট)
0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 1.3k বার প্রদর্শিত
17 সেপ্টেম্বর 2022 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nijhum (2.2k পয়েন্ট)
0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 5.8k বার প্রদর্শিত
17 সেপ্টেম্বর 2022 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nijhum (2.2k পয়েন্ট)
0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 2.5k বার প্রদর্শিত
17 সেপ্টেম্বর 2022 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nijhum (2.2k পয়েন্ট)
"আস্ক পড়ুয়ায় স্বাগতম" আস্কপড়ুয়া একটি জ্ঞানমূলক ওয়েবসাইট।এর মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়া।এই কমিউনিটি তে যারা যুক্ত তারা জ্ঞানার্জনে উন্মুখ।যেকোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য প্রদানে পড়ুয়া বোর্ড সহযোগিতা প্রদানে তৎপর।

1.4k টি প্রশ্ন

1.7k টি উত্তর

1.4k টি মন্তব্য

3.7k জন সদস্য

...