মিউয়নের আয়ু হিসাব করার ক্ষেত্রে আপেক্ষিকতা বিবেচনায় আনতে হয়। যদি আমরা আমাদের মানুষের সাপেক্ষে চিন্তা করি, সেক্ষেত্রে মিউয়নের আয়ু হবে 58.8 মাইক্রো সেকেন্ড। কিন্তু আমরা যদি মিউয়নের আয়ু মিউয়নের সাপেক্ষে হিসাব করি, সেক্ষেত্রে এর আয়ু হয় 2.2 মাইক্রো সেকেন্ড।
এই ব্যাপারটি আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের টাইম ডায়ালেশনের (Time Dialation) কারণে হয়ে থাকে।