আসলে লা-শাতেলিয়া একজন বিজ্ঞানীর নাম। তাই প্রশ্নটি হওয়া উচিৎ ছিল, "লা-শাতেলিয়া কে?"
যাই হোক, তিনি ছিলেন একজন ফরাশি বিজ্ঞানী। তার আবিষ্কার করা একটি নীতির জন্য তিনি বিশ্বজুড়ে অত্যন্ত সমাদৃত। এই নীতিটি লা-শাতেলিয়ার নীতি হিসেবে পরিচিত। লা-শাতেলিয়ার নীতিটি হলোঃ
কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছানোর পর বিক্রিয়ায় এক বা একাধিক নিয়ামক (তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা) পরিবর্তন করা হলে সাম্যের অবস্থান এমনভাবে বদলাবে যেন তা নিয়ামকের পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে।
বিষয়টি একটি ছোট উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। নিচের বিক্রিয়াটি লক্ষ্য করো-
PCl5 = PCl3 + PCl
বিক্রিয়াটিতে বিক্রিয়ক আছে 1 mol এবং উৎপাদ আছে 2mol । তার মানে, বিক্রিয়কে চাপ কম, আর উৎপাদে চাপ বেশি। এখন, আমরা যদি বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকাকালে চাপ বাড়িয়ে দেই, তাহলে লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়াটি চাপ কমিয়ে চাপ বাড়ানোর ফলাফলটা কাটাকাটি করতে চাইবে। বিক্রিয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে চাপ কমানোর জন্য কী করা লাগবে? হ্যাঁ, উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হওয়া লাগবে। তার মানে, বিক্রিয়া ডান থেকে বামে যাবে। বইয়ের ভাষায় বলতে পারি, সাম্যের অবস্থান ডান থেকে বামে সরবে।এটাই লা-শাতেলিয়ার নীতি।
আশা করি বুঝতে পেরেছো।