বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ঢাকায় মামার বাসায় থাকে মাতৃহীন অনিক। নিঃসন্তান মামীর অকারণে ঘর গোছানো, লেখাপড়ার খোঁজখবর নেওয়া মাঝে মাঝে তার কাছে অত্যাচার মতো মনে হয়। বিশেষ করে খাওয়া-দাওয়ার ব্যাপারে সে কিছুতেই মামীকে খুশি করতে পারেনা।
১. উদ্দীপকের অনিকের অবস্থা 'প্রবাস বন্ধু' রচনা কোন উক্তিতে স্পষ্ট ফুটে উঠেছে?
ক) আমার ভৃত্য আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন।
খ) তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দিকিনি।
গ) তাড়াতাড়ি এগিয়ে অভয়বাণী দিল-রান্নাঘরে আরো আছে।
ঘ) মাথা নিচু করে বলল, "আমার রান্না হুজুরের পছন্দ হয়নি।"
২. উদ্দীপকের মামি এবং 'প্রবাস বন্ধু' রচনায় আব্দুর রহমানের মধ্যে সাদৃশ্য হলো-
i) গভীর মমত্ববোধ
ii) কর্তব্যে সচেতনতা
iii) আতিথেয়তার আতিশয্য
ক) i,ii খ) i,iii গ) ii,iii ঘ) i,ii,iii