2d অরবিটাল সম্ভব নয়। কারণ-
2d অরবিটালের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো 2। আমরা জানি যে, প্রধান কোয়ান্টাম সংখ্যা n=2 হলে এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l=0,1 হবে যা যথাক্রমে s ও p অরবিটালকে নির্দেশ করে। অর্থাৎ, দ্বিতীয় শক্তিস্তরের ক্ষেত্রে d অর্বিটালের অস্তিত্ব নেই। তাই 2d অরবিটাল সম্ভব না।