2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সরকার কর্তৃক দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস।
2023 সালের সংক্ষিপ্ত সিলেবাসের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারিক
১. সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন।
২. সফটওয়্যার ডিলিট ও ইউনিক পাসওয়ার্ড তৈরি।
৩. সাধারণ ক্লাবের শুটিং।
৪. টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন, টেবিল বা সারণি যোগ করা, ছবি যোগ করা, ওয়ার্ড আর্ট যোগ করা, মার্জিন ঠিক করা, প্যারাগ্রাফ এর লাইন ব্যবধান নির্ধারণ করা, পৃষ্ঠা নম্বর দেওয়া, বানান পরীক্ষণ ও সংশোধন।
৫. স্প্রেডশিট বিশ্লেষণ, স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র, স্প্রেডশিট ব্যবহারের কৌশল, গুণ করা, ভাগ করা এবং শতকরা নির্ণয় করা।
৬. প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে বিষয় সংশ্লিষ্ট স্লাইড তৈরি ও উপস্থাপন।