অভিকেন্দ্র বল কেন্দ্রমুখী, এই বলের প্রতিক্রিয়া হিসেবে অপকেন্দ্র প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। আর অপকেন্দ্র বল বাইরের দিকে কাজ করে। প্রকৃতপক্ষে অপকেন্দ্র বল ও অপকেন্দ্র প্রতিক্রিয়া বল দুটিই কেন্দ্রবিমুখী। আমি ৩ টি ছবি দিয়েছি, সেগুলো ভালো করে দেখলে আশা করি বুঝতে পারবেন।