বাড়তি উত্তর না লিখাই শ্রেয়। এতে পরীক্ষক মাঝে মাঝে বিরক্ত হয়ে থাকেন। আপনি কোনো specific subject এর কথা উল্লেখ করলে এ সম্পর্কে বলা সহজ হতো। যেমন : পদার্থ, রসায়ন এ বাড়তি লিখার কোনো অবকাশ নেই। বাংলা বা সমাজ এর ক্ষেত্রেও যতটুকু প্রয়োজন ততটুকু লেখাই যুক্তিসঙ্গত। কিন্তু মাঝে মাঝে খাতার ভর দেখে নাম্বার প্রদান করা হয়। এটা কোনোভাবেই কাম্য নয়।