“মিরাজের রাত্রে আমি মূসা (আ.) কে দেখেছি। তিনি গোধুম বর্ণের পুরুষ ছিলেন; দেহের গঠন ছিল লম্বা। মাথার চুল ছিল কোঁকড়ানো। যেন তিনি শানুআ গোত্রের জনৈক ব্যক্তি। আমি ‘ঈসা (আ.) কে দেখতে পাই। তিনি ছিলেন মধ্যম গঠনের লোক। তাঁর দেহবর্ণ ছিল সাদা লালে মিশ্রিত। তিনি ছিলেন মধ্যম দেহবিশিষ্ঠ। মাথার চুল ছিল অকুঞ্চিত। জাহান্নামের তত্ত্বাবধায়ক মালিক এবং দাজ্জালকেও আমি দেখেছি। আল্লাহ তায়ালা নবী (সা.) কে বিশেষ করে যে সকল নিদর্শনসমূহ দেখিয়েছেন তার মধ্যে এগুলোও ছিল। সুতরাং তাঁর সঙ্গে সাক্ষাতের বিষয়ে তুমি সন্দেহ পোষণ করবে না।“(১)
আবূ হুরাইরা (রা.) বলেন, নবী (সা.) বলেছেন, “মিরাজের রাতে আমি মূসা (আ.) এর দেখা পেয়েছি। আবূ হুরায়রা (রা.) বলেন, “নবী (সা.) মূসা (আ.) এর আকৃতি বর্ণনা করেছেন। মূসা (আ.) একজন দীর্ঘদেহধারী, মাথায় কোঁকড়ানো চুলবিশিষ্ট, যেন শানুআ গোত্রের একজন লোক (উরওয়াহ ইবনু মাসউদ সদৃশ)। নবী (সা.) বলেন, “আমি ঈসা (আ.) এর দেখা পেয়েছি। অতঃপর তিনি তাঁর চেহারা বর্ণনা করে বলেছেন, তিনি হলেন মাঝারি গড়নের গৌর বর্ণবিশিষ্ট, যেন তিনি এই মাত্র হাম্মামখানা থেকে বেরিয়ে এসেছেন। আর আমি ইব্রাহীম (আ.) কেও দেখেছি। তাঁর সন্তানদের মধ্যে আকৃতিতে আমিই তাঁর অধিক সদৃশ।(২)
তথ্যসূত্রঃ -
১। সহিহ বুখারী, হাদিস নং ৩২৩৯
২। সহিহ বুখারী, হাদিস নং ৩৪৩৭