১৯৭৭ সালে রাবোসোমাল আরএনএ এর ভিত্তিতে কার্ল ওস ও তার সহযোগীরা পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসের প্রথম রাজ্য মনেরাকে ইউব্যকটেরিয়া (যা পরবর্তীতে যাদেরকে ব্যকটেরিয়া নামকরণ করা হয়) ও আর্কিব্যকটেরিয়া (যাদেরকে পরবর্তীতে আর্কিয়া নামকরণ করা হয়) এই দুই ভাগে ভাগ করার ফলে যে ছয়টি রাজ্য তৈরি হয়, তাদেরকে একত্রে ছয় রাজ্য শ্রেণিবিন্যাস বলে।