ফানজাই এবং প্লান্টি রাজ্যের জীবদের মধ্যে প্লানটি রাজ্যের জীব বেশি উন্নত। কারণ-
ফানজাই ও প্লানটি রাজ্যের জীবদের বৈশিষ্ট্যের তুলনা
i) ফানজাই রাজ্যের জীবদের কোষ প্রকৃতকোষ। প্লানটি রাজ্যের জীবদের কোষও প্রকৃতকোষ।
ii) ফানজাই রাজ্যের জীবদের গঠন এককোষী বা মাইসেলিয়াম। কিন্তু প্লানটি রাজ্যের জীবরা বহুকোষী।
iii) ফানজাই রাজ্যের জীবরা অপুষ্পক। কিন্তু প্লানটি রাজ্যের জীবরা সপুষ্পক।
iv) ফানজাই রাজ্যের জীবদের কোষে ক্লোরোফিল নেই। কিন্তু প্লানটি রাজ্যের জীবদের কোষে ক্লোরোফিল আছে।
v) ফানজাই রাজ্যের জীবরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কিন্তু প্লানটি রাজ্যের জীবরা নিজের খাদ্য নিজেই করতে পারে।
vi) ফানজাই রাজ্যের জীবদের কোনো টিস্যুতন্ত্র নেই। কিন্তু প্লানটি রাজ্যের জীবদের উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান।
vii) ফানজাই রাজ্যের জীবদের অযৌন জনন হ্যাপ্লয়েড স্পোর দিয়ে হয়। কিন্তু প্লানটি রাজ্যের জীবদের ডিপ্লয়েড ভ্রূণ তৈরি হয় এবং অ্যানাইসোগ্যামাস অর্থাৎ আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্যবিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়।
viii) ফানজাই রাজ্যের জীবদের উদাহরণ হলো ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। আর প্লানটি রাজ্যের জীবদের উদাহরণ হলো সকল সবুজ উদ্ভিদ।
দেখা যাচ্ছে যে, প্লানটি রাজ্যের জীবদের সকল বৈশিষ্ট্যই ফানজাই রাজ্যের জীবদের বৈশিষ্ট্যের চেয়ে উন্নত। তাই নির্দ্বিধায় বলা যায় যে, ফানজাই এবং প্লান্টি রাজ্যের জীবদের মধ্যে প্লানটি রাজ্যের জীব বেশি উন্নত।