বিক্রিয়াগুলো মনে রাখার বিশেষ কোনো উপায় নেই। এটা সম্পূর্ণ আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করবে। তবে সাহায্যকারী কিছু কৌশল বলতে পারি। যেমন-
সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, প্রশমন, প্রতিস্থাপন ও দহন এই মৌলিক বিক্রিয়াগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। আর এই বিক্রিয়াগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি বিক্রিয়া দেখলেই বুঝতে পারবেন সেটা কীভাবে করতে হবে।
অধ্যায় ৬ এর বহুনির্বাচনীর ক্ষেত্রে সাধারণত অংক আসলে করতে সমস্যা হয় আর করতে পারলেও অনেক সময় লাগে। তাই বইয়ের সূত্রগুলো দিয়ে বেশি বেশি অংক প্র্যাকটিস করতে হবে। নিচে সূত্রগুলো একসাথে দিয়ে দিলাম। আর কিছু শর্টকাট দিলাম।