হাব ও সুইচের মধ্যে ১০টি পার্থক্য নিচে দেওয়া হলোঃ
১) হাব এমন একটি আইসিটি যন্ত্র যা ডেটা বা, উপাত্ত আদান-প্রদান করে। আর সুইচ হলো হাবের আধুনিক রূপ।
২) হাব সিগন্যালটি কোথায় পাওয়া গেছে তার প্রতিক্রিয়া জানাতে সিগন্যালটিকে পোর্টে প্রেরণ করে। সুইচ প্রয়োজনের
ভিত্তিতে সংযোগ সেটিং এবং অবসান সক্ষম করে।
৩) হাবের দাম তুলনামূলকভাবে কম এবং সুইচের মূল্য হাবের থেকে বেশী।
৪)হাবের কাজের গতি কম আর সুইচের কাজের গতি হাবের চেয়ে বেশী।
৫)হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না কিন্তু সুইচ নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে।
৬)হাবের কনফিগারেশন সহজ; সুইচের কনফিগারেশন একটু জটিল।
৭) হাবের ক্ষেত্রে ডেটা আদান-প্রদানে বাধার সম্ভাবনা থাকলেও সুইচের ক্ষেত্রে ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে বাধার
সম্ভাবনা থাকে না।
৮) হাবের পোর্ট কম থাকায় অনেক বড় নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করা যায় না। অপরদিকে সুইচের পোর্ট বেশি
থাকায় অনেক বড় নেটওয়ার্ক তৈরি করা যায়।
৯) হাবের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। কিন্তু সুইচের নিরাপত্তা ব্যবস্থা ভালো।
১০) হাব ফিজিকাল লেয়ারে কাজ করে। আর সুইচ ডাটা লিংক লেয়ারে কাজ করে।