আমার মনে হয় বিষয়টা একটু পরিষ্কার করে ব্যাখ্যা করলে সালের বিষয়টা বুঝতে পারবেন। বঙ্গবন্ধুর বংশে অন্তর্গোত্র বিবাহের প্রচলন ছিল। যার জন্য ছোটবেলাতেই চাচতো ভাই-বোনদের মাঝে "পারিবারিকভাবে" বিয়ে ঠিক করা হতো। এই জন্য পারিবারিকভাবে, ১০ বছর বয়সের শেখ মুজিবুর রহমান ৩ বছর বয়সের চাচাতো বোন শেখ ফজিলাতুন্নেসাকে বিয়ে করেন। সে হিসেবে সাল হয় ১৯৩০। কিন্তু "আনুষ্ঠানিকভাবে" বা অফিসিয়ালভাবে বিয়ে সম্পন্ন হয় ১৯৩৯ সালে। আমরা বিয়ের সাল বলতে মূলত আনুষ্ঠানিক বা অফিসিয়াল ডেটটি ব্যবহার করি, এ জন্য উপরের সালটি দিয়েছি।