বিষয়টির উত্তর পেয়ে গেছি, নিচে তাই ধাপে ধাপে লিখে দিলাম।
Whatsapp এর সাহায্যে Camscanner এর Pdf Google Forms এর link এ জমা দেওয়ার সোজা উপায় (মোবাইল দিয়ে)ঃ
১. camscanner এ PDF বানানোর পর উপরে Share অপশন আসবে। সেখানে ক্লিক করলেই Whatsapp এর নাম দেখাবে।
২.এখন whatsapp এ ক্লিক করলে recipient দের নাম দেখাবে। সেখান থেকে কাউকে pdf পাঠাতে হবে। ভালো হয় এমন কাউকে পাঠালে যে জীবনে whatsapp খুলেও দেখে না ( আমার ক্ষেত্রে আমার আপু!)
৩. এবার pdf sent হলে সেটা খুলতে হবে। ডানপাশের উপরে 3 dot সাইনে টিপ দিলে সেখানে Download বা Save as a copy উঠবে, এটাতে ক্লিক করলেই pdf টি Downloads এ জমা হবে।
অবশেষে link এ গিয়ে এখন upload files এ ক্লিক করলেই এই pdf টি downloaded files এ সবার উপরে দেখাবে। সেখান থেকে select করে সময়মতো দিতে পারলেই কেল্লাফতে!