১৭৩৪ খ্রিস্টাব্দে ঢাকার ভাওয়ালে পর্তুগেজ পাদ্রি ম্যানুয়েল দ্য আসসুম্পসাঁউ ( Manoel da Assumpcam) পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। এরপর একজন ইংরেজ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড ১৭৭৮ খ্রিস্টাব্দে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন। মূলত এই বইগুলোর উদ্দেশ্য ছিল ইউরোপীয়ানদের বাংলা ভাষা শিক্ষা দেওয়া।
তবে বাংলা ভাষায় বাঙালির রচিত প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ রচনার কৃতিত্ব রাজা রামমোহন রায়ের প্রাপ্য। তিনি স্কুল সোসাইটির অনুরোধে ১৮৩০ খ্রিস্টাব্দে এটি রচনা করেন যা ৩ বছর পর প্রকাশিত হয়।
(সূত্রঃ প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, হায়াত মাহমুদ)