আমাদের বাংলাদেশে অনেক মানুষ অটোরিকশা এবং সি এন জি চালিয়ে রোজগার করে। কিন্তু দেখা গেলো এমন সময় আসলো পুরুষরা সবাই বাইক এবং মহিলারা ৩ চাকার স্কুটি ব্যবহার করা শৃরু করলো। এতে সি এন জি অটোরিকশার চাহিদা কমে গেল। তাতে কিন্তু অনেক লোক বেকার হয়ে গেল
এমনটা হয়ে গেলে সরকার নিজস্ব বাইক গুলো বন্ধ করে সি এন জি অটোরিকশা চালকদের আয় অব্যাহত রাখার জন্য কোনো পদক্ষেপ গ্রহন করবে? উত্তটা জনা জুরুরি।