পারমাণবিক চুল্লি ও স্টোরেজ পুলে চেরেনকভ রেডিয়েশন দেখা যায়।
পারমাণবিক চুল্লি বা স্টোরেজ পুলে ফুয়েল রডগুলো সিল করা কন্টেইনারে পানির নিচে ডোবানো থাকে। সেখান থেকে গামা রশ্মি বের হয়ে আসে। সেই গামা রশ্মির শক্তি নিয়ে ইলেকট্রন যখন জোরে ছুটে যায় তখন হালকা নীল আলো বের হয়ে আসে।
এখানে ইলেকট্রন বলতে কোনটাকে বোঝানো হয়েছে? গামারশ্মির ইলেকট্রন নাকি পানির ইলেকট্রন? কারণ আমরা জানি যে, শক্তিশালী গামারশ্মি ভারী নিউক্লিয়াসের সামনে দিয়ে যাওয়ার সময় একটি ইলেকট্রন ও একটি পজিট্রনে বিভক্ত হয়।এক্ষেত্রে আমরা নিউক্লিয়াস হিসেবে পানির নিউক্লিয়াসের কথা চিন্তা করতে পারি।