কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কোনো বস্তু বা ব্যক্তি যত জোরে ছুটে যায় সেটা হল ঐ বস্তু বা ব্যক্তি তাৎক্ষণিক দ্রুতি। যেমন- একটি বাস অসমবেগে ১০সেকেন্ড চলেছে। আর এই ১০ সেকেন্ডের মাঝে কোনো একটি নির্দিষ্ট সেকেন্ডে বাসটির বেগ ছিল ১০মি/সে। তাহলে ১০মি/সে -ই হলো ঐ নির্দিষ্ট সেকেন্ডে বাসটির তাৎক্ষণিক দ্রুতি।