সমবেগ, v=s/t
এখানে,
s হলো সরণ এবং t হলো সময়।
এটি সমবেগের সূত্র হলেও অসমবেগ নির্ণয়ের জন্যও এই সূত্রটি ব্যবহৃত হয়। তখন আমরা গড় বেগ পেয়ে থাকি। তবে নির্দিষ্ট কোনো সমযয়ের সঠিক বেগ যদি আমরা নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন ব্যবহার করতে হয় যেটা উপরের ক্লাসে উঠলে জানবেন।