Facebook এর tag হলো,
আপনি যার সাথে picture upload দিয়েছেন তাকে জানানোর জন্য। তাকে ট্যাগ করলে সেটা তার প্রোফাইলেও দেখা যাবে।এবং সেইটা তার নোটিফিকেশন এ দেখাবে। এছাড়া @ দিয়ে আইডি লিখে কাউকে কোনো কমেন্টে ট্যাগ করলে বা মেনশন করলে সে নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারবে যে আপনি তাকে মেনশন করেছেন।
আর grammar এর tag question টা একটু কষ্ট করে English grammar বই থেকে পড়ে নিন।
বা YouTube a class ও করতে পারেন।
আমি একটু শর্টে বলছি। কোনো বাক্যের মনোভাবটাকে জোর দেওয়ার জন্য বাক্যের শেষে question add করাকে tag question বলে।
যেমন ধরুন:
I eat rice,don't I?
এখানে don't I যোগ করাটাই হলো tag question .....
তাহলে অর্থটা দাঁড়ায়,
আমি ভাত খাই,খাইনা কি?
এভাবে কিন্তু বাক্যের মনোভাব জোর দিয়ে প্রকাশ পেয়েছে।