প্রথমেই বলে রাখি, আমি কোনো "সাইক্রিয়াটিস্ট" বা "সাইকোলজিস্ট" না। তাই এই প্রশ্নের উত্তর সোজাসাপ্টাভাবে দেওয়া আমার পক্ষে সাজে না। আর দ্বিতীয়ত, আপনার দেওয়া তথ্য আমার কাছে যথেষ্ট বলে মনে হয় না। [ যথেষ্ট হলেও সেটি হয়তো আমার বোঝার উপায় নেই, কারণ আগেই বলেছি, আমি কোনো প্রফেশনাল নই!!]
তাইলে এবার আপনার প্রশ্নের একটা "বাঁকা" উত্তর দেওয়া যাক। তবে এই উত্তরটা অতো সিরিয়াসলি নিবেন না কিন্তু!
MBTI test নামে একটা টেস্ট আছে যেটিকে " Personality Test" হিসেবে গণ্য করা হয়। অনেকে বিষয়টাকে খুব সিরিয়াসলি নিলেও, অধিকাংশ মানুষই একে স্রেফ মজা হিসেবে ধরেন। কারণ এই পরীক্ষার বিষয়টি "pseudoscience" এর মধ্যে পড়ে, যার অর্থ এটি বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিকের মাঝামাঝি একটি বিষয়। আর অবশ্যই, বিষয়টি বিতর্কিতও বটে। কারণ এর মূল ভিত্তি হচ্ছে "পর্যবেক্ষণ"। আর এর আবিষ্কার Katherine-Isabel দুজনেই কোনো ডিগ্রিপ্রাপ্ত গবেষক ছিলেন না।
টেস্টের লিংক:
https://www.16personalities.com/free-personality-test
আরেকটি বিষয় বলি, হাতে সময় নিয়ে এই টেস্টটি করতে যাবেন। কারণ প্রায় 100 টার মতন mcq উত্তর দিতে হবে।
এই টেস্টটা আমিও করিয়েছিলাম। আমার পার্সোনালিটি টাইপ Infp দেখিয়েছে।
এই কাতারে শেক্সপিয়রের নাম দেখে তখন খুশি হয়েছিলাম বটে, কিন্তু পরে দেখি সেই তালিকায় দুজন সিরিয়াল কিলারও আছে......