মোবাইলে এটি সাধারণত করা যায় না। সিস্টেম সাউন্ড ও মাইক নামে দুটি অপশন দেখবেন আপনার স্ক্রিন রেকর্ডার এর সেটিংস এ। মাইক্রোফোন টি সিলেক্ট করে দিন। এরপর লাউডস্পিকারে ক্লাস করুন। রেকর্ড হবে তখন। কিন্তু কোয়ালিটি হবে খারাপ। এজন্য ল্যাপটপে করলে সবচেয়ে ভালো হয়। এর জন্য একটি সফটওয়্যার ব্যাবহার করতে পারেন। Software- obs recorder
উইন্ডোজ টেন ব্যবহার করলে বিল্ট-ইন স্ক্রিন রেকর্ডার থাকে।