প্রথমেই বলে রাখি, এই প্রশ্নটা অসাধারণ একটা প্রশ্ন!! এর উত্তর আরো আগেই দিতে চেয়েছিলাম, কিন্তু উত্তরটি নিয়ে আমার নিজেরও একটু খটকা ছিল। তবে এখন সেই খটকা দূর হয়ে গেছে বলে উত্তরটা দিয়ে দিচ্ছি।
এখানে পুরো ঘটনা ঘটছে "বাস"কে কেন্দ্র করে। যার অর্থ এখানে প্রসঙ্গ বিন্দু হলো বাস।
বলের প্রকৃত বেগ, VBall= 5 m/s
বাসের প্রকৃত বেগ,VBus= 10m/s
সুতরাং, বাসের সাপেক্ষে বলের আপেক্ষিক বেগ,
VR=VBall — VBus = 5 —10 = —5 m/s
( সবসময় যার সাপেক্ষে হিসেব করা হয়, তার বেগটি বিয়োগ করতে হয়)
অর্থাৎ, আপনার কাছে মনে হবে বলটি দিক পরিবর্তন করে পেছনের দিকে 5m/s বেগে আসবে, যার জন্য সেটি আপনার গায়ে এসে ধাক্কা খাবে।
এখন আসি 15m/s বিষয়ে। এখানে যদি আপনি বলটি বাসের বিপরীত দিকে ছুড়ে মারতেন, তবে আপনার কাছে মনে হতো বলটির আপেক্ষিক বেগ,
= —5—10 = —15 m/s
অর্থাৎ তখন আপনি দেখতেন বলটি পেছনের দিকে 15m/s বেগে যাচ্ছে।