প্রশ্নটির উত্তর আমি পেয়ে গিয়েছি। তাই আমিই লিখে দিচ্ছি।
রাশি আর ভৌতরাশির মাঝে কোনো পার্থক্য নেই। ইংরেজি নাম দিয়ে এটি ভালোভাবে বোঝানো সম্ভব। রাশির ইংরেজি হলো "Quantity" এবং ভৌতরাশির ইংরেজি "Physical Quantity"। আর "physical quantity" মানে হলো "quantity in physics" অর্থাৎ "পদার্থবিজ্ঞানে রাশি"। কারণ বিভিন্ন বিষয়ের বিভিন্ন শাখায় রাশির ব্যবহার আছে।