নিষ্ক্রিয় গ্যাসসমূহের গলনাংক স্ফুটনাংক অতিমাত্রায় কম,যা অধাতুর বৈশিষ্ট্য। যেমন He r গলনাংক স্ফুটনাংক যথাক্রমে -272 ও -269°c। এছাড়া কিছু নিষ্ক্রিয় গ্যাস যেমন Xe অধাতু F এর সাথে সমযোজী বন্ধন করে XeF2,XeF4,XeF6 যৌগ তৈরি করে। এই সমযোজী বন্ধন অধাতুর বৈশিষ্ট্য। তাই ইলেকট্রন গ্রহণ না করলেও neutral গ্যাসকে অধাতু হিসেবে ধরে নেওয়া হয়।